অকর্মার ঢেঁকি
সৌমেন দেবনাথ
খাবি কী খাবি, খাবি খা
পাস না খুঁজে তল,
ক্ষুধায় না মরে খা তুই খা
কপোতাক্ষের জল।
কেন্ তোর খেতে লোভ-লালসা
মিষ্টি মিষ্টি ফল,
তোর তো নেই কোনো যোগ্যতা
কেন্ বা মিছে ছল।
লোকের খাওয়া দেখে তোর
জিভে আসে জল,
পরের ভালো দেখে তোর
অপলক কেন্ পল?
তোর হাত দু কেন্ থাকে খালি
কেউ তো দেয়নি খল,
পারিস না কেন্ ধরতে নুড়ি
যখন নামে ঢল।
পরের সুখে শোকে মরিস
তোর কী নেই হে বল,
নাকে মুখে জিভে লাগাস
পায়ে লাগা মল!
পাকে পড়ে পঁচিস মূর্খ
চাস জীবন ঝলমল,
পাছে বকিস আবোল-তাবোল
মারতে বাঁধিস দল।
কাজের বেলা যায় না পাওয়া
থাকবে না তোর চল,
হাত দুটো তোর ব্যস্ত হয় যে
করতে কোলাহল।
তোর ভাগ্যে তোর নেইরে কিছু
কল হবে বিকল,
খাবি খা, মরতে মরতে খা
কপোতাক্ষের জল।
যশোর, বাংলাদেশ।
Tags
কবিতা
