মোহজাল
মৃত্যুঞ্জয় হালদার
যখন দেখি উদোম আকাশখানা
মন আনমন কেউ করে না মানা।
ইচ্ছে করে একটু ছুঁয়ে দেখি
জীবন যাপন হচ্ছে বড় মেকি।
হারিয়ে যাচ্ছে সুখ সোনালী দিন
সম্পর্কের ছিঁড়ছে সুতো হাসছে আলাদিন।
সুপ্ত মনের গুপ্তকথা যত
পড়ছে খসে পাতা ঝরার মত।
বেশবাসে আর থাকছে না রাখঢাক
হারিয়ে গেছে আদরমাখা কত মধুর ডাক।
যখন-তখন হচ্ছে চুরি বেআব্রু সব
তবুও খিদে মিটছে না তো অশান্ত রব!
গেল গেল রসাতলে বিশ্ব বেসামাল
ঘোর কলিতে করছে খেলা ছড়িয়ে মোহজাল!
.............................. .............................. ...✍️
Tags
কবিতা
