মা ও ছেলে
বাংলা ছোট গল্প মা ও ছেলে
মা ও ছেলে bengali short story 5.0
পাহাড়ের চূড়ায় এসে পৌঁছল। এখানে তেমন কোন কুয়ো নজরে পড়ল না তার। কিন্তু ডাইনি বুড়ির
কথা মতো ঠিকই এসেছে সে। আর একটু চোখ চারাতে নজরে এল ছোট একটা জলাশয়।সেখানে অনেক
পদ্ম ফুটে আছে। বেশ মনরম লাগছে। কুয়ো হলেও ঠিক ডোবার মতোই মনে হচ্ছে।পরি রানি বলে
দিয়েছে এখানে রাক্ষস খোক্ষস আছে। এতক্ষণ তো কিছুই নজরে এল না । যাই হোক তাকে এখান
থেকে এক ঘটি জল নিয়ে যেতেই হবে। এই পবিত্র কুয়োর জল ছিটলেই তার মা আবার আগের
রূপ ফিরে পাবে। পাথরের খাঁজে খাঁজে পা রেখে খুব সাবধানে নিচে নেমে এল। সবে ঘটি ডুবিয়েছে জলে।
বাংলা ছোট গল্প মা ও ছেলে bengali short story 5.0
অমনি সব পদ্মগুলি ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুর করে দিয়েছে।এক একটা ফুল এক একটা রাক্ষসের মুখে
পরিণত হয়ে গেল। আর বাকি অংশটা সাপের মত হিল হিল করে তার চার পাশে ঘুরছে। ধীরে ধীরে যেন
তাকে আস্টেপৃষ্টে জড়িয়ে ধরতে চাইছে।রাক্ষসের মুখ গুলো শাক্যর মুখের সামনে এসে। হিসসস হিসসস করে
বলছে ," পার পাবিনা এখান থেকে ফিরে যেতে ।স্বয়ং মৃত্যুর মুখে এসে পড়েছিস। এক বিন্দুও জল নিয়ে
যেতে পারবিনা ।" তক্ষুনি পিছন থেকে তরবারিটা বার করে নিল শাক্য । পাথরে আঘাত করে বিকট
যান্ত্রিক আওয়াজ তুলে ভয় দেখাতে চেষ্টা করল । না, রাক্ষসদের ভয় দেখানো এতটাও সহজ নয়। এইবার রক্ষনাত্বক
ভঙ্গিতে তরবারি বাগিয়ে ধরতেই । তা থেকে বিদ্যুতের তরঙ্গ ছুটে গেল আকাশের দিকে । তার চারপাশে
অভূতপূর্ব শক্তি তার মধ্যে সঞ্চার হতে লাগল । একের পর এক রাক্ষসের মাথা কাটতে থাকল। রক্তে লাল হয়ে গেছে
কুয়োর জল । সে এবার মাকে ফিরে পাবে । সেই জল এক ঘটি ডুবিয়ে নিল শাক্য।
তারপর সে ফিরে আসে গ্রামে এবং তার মাকে উদ্ধার করে তারা সুখে বসবাস করতে শুরু করে।
[সমাপ্ত]
যে ভাবে গল্পে হারিয়ে যাওয়া যায়। এই বইটা ঠিক সেই জন্য। ক্লিক করুন...
💗

