chorar ছড়া কলমে bohnishikha

chorar_ছড়া_কলমে_bohnishikha


 ছড়ার ছড়া

বহ্নিশিখা



ছড়া পড়ো ছড়া লেখো 
ছড়ায় করো খেলা। 
ছড়ায় ছড়ায় কথা বলো। 
ছড়ায় কাটাও বেলা। 

ছড়া পড়ো ছবি আঁকো 
ছড়ায় করো গান 
ছড়ায় ছড়ায় ভরে তুলো 
সব শিশুদের প্রাণ। 

ছড়া লেখো সুরে ধরো 
তবলায় বলো তান 
ছড়ায় ছড়ায় ছড়িয়ে দাও 
বাংলা ভাষার  মান।
Attachments area

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন