যা পাই তা খাই খেটে
বদরুদ্দোজা শেখু
চলো যাই, চলো খাই যা পাই তা কিছু তো
আজীবন টানাটুনি লেগে আছে পিছু তো
খাদ্যের অনটন আমাদের সবারই
বাপদাদুদের কালেও ছিল এই খাবারই
সমবেত সমস্যা, খেতখামারের উপর
যা ফলতো , কুলাতো না তাতে সম্বৎসর ।
ঘরে ঘরে খাবারের হাহাকার এখনো
জনসংখ্যা বেড়ে যাওয়াই মূলে তার কারণও,
অরণ্য পাহাড় কেটে জনভূমি বাড়াচ্ছে
মানুষেরা, বন্যেরা বাসভূমি হারাচ্ছে--
পৃথিবী চারণভূমি, মৌসুমী যাযাবর
মানুষেরা কোনোকালে বাঁধতে পারেনা ঘর
এই খাদ্যের সন্ধানে, জানেপ্রাণে তারা তো
আজীবন জীবিকার দায়ভারে মরা তো ,
খরা বন্যা পঙ্গপাল লেগে আছে পিছনে
তবু লেগে থাকি ক্ষেতে মরাঝরা বিছনে
মনে আশা কোনোদিন সুখদিন আসবে
খাদ্য বস্ত্র বাসস্থানে সংসার হাসবে ----
সেইদিন কোনোদিন কোনোকালে আসে না
যা পাই তা খাই খেটে , পরিতোষ জোটে না,
প্রজন্ম পরম্পরা সবে তাই অভাগী
লেগে থাকি জেগে থাকি খালে বিলে আবাগী
খেটে খাওয়া মানুষেরা আমরা চিরটাকাল
মনে পুষি সু-সকাল, আসলে চির- আকাল
লেখা পাঠানোর ঠিকানা
Tags
কবিতা
