ধারাবাহিক উপন্যাস
ভুল স্টেশনে নেমে
সমীরণ সরকার
১৬শ কিস্তি
পলাশ আতঙ্কিত কন্ঠে বলে, কি হবে তাহলে এখন? আপনি কি ওদের হাতে ধরা পড়ে যাবেন?
----- কক্ষনো না। আমরা ওদের হাতে কিছুতেই ধরা পরবো না।
----- আমরা মানে?
----- আমি আর আপনি।
----- আমি! আমি কেন যাব আপনার সঙ্গে?
---- একজন পুরুষ হিসেবে একটি অসহায় মেয়েকে রক্ষা করার কোন দায়িত্ব কি আপনার নেই?
-----আমি! আমি কিভাবে রক্ষা করবো আপনাকে?তাছাড়া......
------ তাছাড়া কি?
------ আমাকে চন্ডিপুর যেতেই হবে ইন্টারভিউ দিতে।
------ আমাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করার চেয়ে ইন্টারভিউটাই কি বড় হলো আপনার কাছে?
----- আমি আপনার অসহায় অবস্থা বুঝতে পারছি, কিন্তু...
---- একদিন কিন্তু আমার সব দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন আপনি।
-----মানে?
------ মানে ,তুমি পলাশদা।
------ আপনি আমার নাম জানলেন কি করে? কে আপনি?
------- তুমি আমাকে চিনতে পারলে না তো পলাশদা।
-------না।
------- আমি কিন্তু কথা বলার পরেই তোমাকে চিনতে পেরেছি।
-------কে,কে আপনি?
------- এতক্ষণ কথা বলার পরেও চিনতে পারলে না আমাকে? আমি কিন্তু অনেক আগেই তোমাকে চিনতে পেরেছি। তোমার কণ্ঠস্বর আজো ভুলিনি আমি।
----- আপনি--আপনি------তুমি-তুমি --না মানে---
------ কুসুমদোলা গ্রামের জগত্তারিণী উচ্চ বিদ্যালয়ের হরেন মাষ্টারমশাইকে মনে পড়ে?
-----তুমি--তুমি নন্দিনী!
------- যাক শেষ পর্যন্ত চিনতে পারলে আমাকে।
আজ এত বছর পরে এখানে এভাবে পলাশপুর স্টেশনে তার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে খুঁজে পেয়ে বিস্ময়ে হতবাক হয়ে যায় পলাশ।
কি বলবে কি করবে এই মুহূর্তে ,কিছুই ভেবে উঠতে পারে না সে।
---- কি ভাবছো পলাশদা?
----- কিছু না।
---- কিছু ভাবার বা বলার সময় এখন নেই পলাশদা। আমি জানি, অনেক প্রশ্ন জমে আছে তোমার মনে । অনেক কথা বলার আছে আমারও। কিন্তু সেসব পরে হবে। আপাতত ওই শয়তানগুলোর হাত থেকে বাঁচতে হলে এক্ষুনি পালাতে হবে আমাদের।
----- কিন্তু, কোথায় যাব আমরা? আমি তো এই এলাকার কিছুই চিনি না।
--- আমি চিনি।
নন্দিনীর কথা শেষ হতে না হতেই জোরালো টর্চের আলো এদিক-ওদিক পড়তে থাকে। জুতো পায় কেউ এদিকে আসছে বোঝা যায়।
পলাশের হাত ধরে হ্যাচকা টান মারে নন্দিনী।
---- চলো, চলো পলাশদা ,আর একটুও দেরি নয়।
(চলবে)
লেখা পাঠানোর ঠিকানা
Tags
উপন্যাস
