kobita sovyta kolome somnath maji//বাংলা কবিতার আসর (Bangla Kobita)

  

kobita_sovyta_kolome_somnath_maji//বাংলা_কবিতার _আসর(Bangla-Kobita)


সভ্যতা

  সোমনাথ মাজী

প্রত্যুষের প্রথম কিরণ,
 জানান দেয় সভ্যতার প্রাদুর্ভাব
জানান দেয় সভ্য দের সভ্যতার দিকে ছোটাছুটি ।
স্নিগ্ধ দেরী করা শীতের মিষ্টি রোদ্দুর
তোমায় থমকে দাঁড় করায় না টার্গেট পিয়াসী
দ্বিপ্রাহরিক আমুদে আরাম
মৃতপ্রায় সৈনিকের রোলে ব্যস্ত,
অপরাহ্ণের দামাল ছেলেরা
ট্যাব আর মোবাইলে আটকে
সন্ধের চায়ের ঠেক এ
 ফেসবুক আর হোয়াটসঅ্যাপ এর থাবা
 রূপসী রহস্যের রাত্রি
 আবেগ নিয়ে ছিনিমিনি খেলা
 আধ ঘণ্টা করে সিরিয়াল এর পর্ব
রাত দুপুরের নাইট ক্লাব জানান দেয়
তথাকথিত সভ্য দের গর্ব...

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন