bengali kobita kolome riya mitra// বাংলা কবিতা কলমে রিয়া মিত্র

bengli_kobita_kolome_riya_mitra// বাংলা_কবিতা_কলমে_রিয়া_মিত্র


ট্রেন্ড

 রিয়া মিত্র


চাউমিন খাও, ফুচকা খাও
কিম্বা খাও কুলফি, 
খাবার সাথে নিজের একটা
মাস্ট তোলা চাই সেলফি। 

ঘুরতে যাওয়া, সাজুগুজু
এমনকি রান্না, 
সেলফি না তুললে কিছুই
যে মানায় না। 

যেদিকে তাকাও ঠোঁট বেঁকিয়ে
তুলছে সবাই ফটো, 
বাসে, ট্রামে, ট্রেনে, হেঁটে
ট্যাক্সি কিম্বা অটো। 

মুখ বেঁকিয়ে সেল্ফি তোলা
এটাই এখন ট্রেন্ড, 
সবার স্মৃতি সেভ না করলে
হবে আনফ্রেন্ড। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন