স্বপ্নে দেখা রাজকন্যা
Notun Bangla Romantic Golpo-
স্বপ্নে দেখা রাজকন্যা
Notun Bangla Romantic Golpo
কলেজের ক্যাম্পাসে জটলা করছিল ওরা হাসি ঠাট্টা মজায় মশগুল ছিল ।হঠাৎ এক
সুন্দরীর আবির্ভাব ঘটে এবং রোহিতের সাথে কথা বলতে শুরু করে । রিক বাক
রুদ্ধ হয়ে যায় অদ্ভূত, অভাবনী্য, অবিশ্বাস্য এমন হতেই পারেনা ।রিক যেন স্তব্ধ
হয়ে যায় ।হ্যাঁ, গত রাতে যাকে সে স্বপ্নে দেখেছে সে আজ তার সামনে।কাল
সারাদিনের কথা গুলোই মনে ভেসে উঠছে তার।
সকাল থেকেই রিক চেষ্টা করছিল , একটা ছবি আঁকতে । কিন্তু কিছুতেই হচ্ছেনা ।
একটা নারী মূর্তি ।যেমনটা চাইছে ও তেমনটা পারছেনা কিছুতেই ।আসলে কাল রাতে
যে মেয়েটিকে স্বপ্নে দেখেছে সে, তাকে কিছুতেই ক্যানভাসে ধরতে পারছেনা সারাদিন
কেটে গেল । মাঝে মাঝে মা এসে বকা ঝকা দিয়ে গেল “খেয়ে নে এবার সারাদিন
কিসব নিয়ে পরেছিস” ।ছবি আঁকা তার নেশা ।
হাত বাড়িয়ে স্পর্শ করতেই কেঁপে উঠে তার শরীর ,প্রকাণ্ড এক মেঘ এসে অদৃশ্য করে নিয়ে
যায় সেই নারীকে ।রিকের শরীর ভারি হয়ে আসে , সে যেন আকাশ থেকে পড়ে যাচ্ছে মাটির
দিকে তীব্র গতিতে । ভয়ে তার ঘুম ভেঙ্গে গেল । গলা শুকিয়ে আসছে।লাইট জালিয়ে একটু জল
খেয়ে নিল। সেই নারীর মুখটা স্পষ্ট ভাসছে তার মাথায় এখন।তারপর ক্যানভাসের পর্দা সরাল ,
এবং ফুটে উঠল অনন্য এক মাধুর্য্য।
আর এখন সেই অনন্য মাধুর্য্য তার সামনে ,দেখেই হতবাক রিক বলল এ হতে পারেনা ।
রোহিত বলল আরে, কি হতে পারেনা।এতক্ষন সম্বিৎ ফিরে পেয়ে রিক বলল, "আরে, না,
মানে আমি বলছি একে কথায় দেখেছি।"
রোহিত বলল, "কিভাবে দেখবি ওকে ওতো আমার কাজিন ।
কলেজের ক্যাম্পাসে জটলা করছিল ওরা হাসি ঠাট্টা মজায় মশগুল ছিল ।হঠাৎ এক
সুন্দরীর আবির্ভাব ঘটে এবং রোহিতের সাথে কথা বলতে শুরু করে । রিক বাক
রুদ্ধ হয়ে যায় অদ্ভূত, অভাবনী্য, অবিশ্বাস্য এমন হতেই পারেনা ।রিক যেন স্তব্ধ
হয়ে যায় ।হ্যাঁ, গত রাতে যাকে সে স্বপ্নে দেখেছে সে আজ তার সামনে।কাল
সারাদিনের কথা গুলোই মনে ভেসে উঠছে তার।
সকাল থেকেই রিক চেষ্টা করছিল , একটা ছবি আঁকতে । কিন্তু কিছুতেই হচ্ছেনা ।
একটা নারী মূর্তি ।যেমনটা চাইছে ও তেমনটা পারছেনা কিছুতেই ।আসলে কাল রাতে
যে মেয়েটিকে স্বপ্নে দেখেছে সে, তাকে কিছুতেই ক্যানভাসে ধরতে পারছেনা সারাদিন
কেটে গেল । মাঝে মাঝে মা এসে বকা ঝকা দিয়ে গেল “খেয়ে নে এবার সারাদিন
কিসব নিয়ে পরেছিস” ।ছবি আঁকা তার নেশা ।
Notun Bangla Romantic Golpo
ক্যানভাসে একবার রঙ্গের ছিটে
পড়লেই যতক্ষন না সম্পূর্ন হচ্ছে তার মনে শান্তি নেই। চোখ বন্ধ করে স্বপ্নটাকে মনে
করার চেষ্টা করতে লাগল না কিছুতেই পারছে না ,কিছুতেই না।অবশেষে হাল ছাড়তে
বাধ্য হয় ।সাদা কাপড়ে ঢেকে দেয় ক্যানভাস।ছাদের উপড় গিয়ে ঠাণ্ডা ফুরফুরে
হাওয়াই একটা প্রান ভরে নিশ্বাস নিল।কিছু না পারার গ্লানি পিছু ছাড়ছেনা ।
পড়লেই যতক্ষন না সম্পূর্ন হচ্ছে তার মনে শান্তি নেই। চোখ বন্ধ করে স্বপ্নটাকে মনে
করার চেষ্টা করতে লাগল না কিছুতেই পারছে না ,কিছুতেই না।অবশেষে হাল ছাড়তে
বাধ্য হয় ।সাদা কাপড়ে ঢেকে দেয় ক্যানভাস।ছাদের উপড় গিয়ে ঠাণ্ডা ফুরফুরে
হাওয়াই একটা প্রান ভরে নিশ্বাস নিল।কিছু না পারার গ্লানি পিছু ছাড়ছেনা ।
তারপর খোলা আকাশের দিকে তাকায় । কিছুক্ষন পায়চারি করে কাটায় একটা সিগারেট
জ্বালিয়ে টান দিতে থাকে ।আকাশে উজ্জল চাঁদের দিকে চোখ যায় তারপর তার মন
সারা বিশ্বব্রম্ভাণ্ড তোলপাড় করতে থাকে ।সমস্ত তারামন্ডল মহাবিশ্বে খোঁজ করে কে
সেই নারী ,কোথায় সে নারী ? চাঁদ হাসে চাঁদ হাসতে থাকে।
জ্বালিয়ে টান দিতে থাকে ।আকাশে উজ্জল চাঁদের দিকে চোখ যায় তারপর তার মন
সারা বিশ্বব্রম্ভাণ্ড তোলপাড় করতে থাকে ।সমস্ত তারামন্ডল মহাবিশ্বে খোঁজ করে কে
সেই নারী ,কোথায় সে নারী ? চাঁদ হাসে চাঁদ হাসতে থাকে।
২)
রাত অনেক গড়িয়ে আসল রিক এই সব কিছু মাথা থেকে তাড়িয়ে শুতে গেল ।
মোবাইলটা অন করে ফেসবুকে লগইন করল,দেখল সেখানে বারোটি নটিফিকেসন ,
দুটি মেসেজ , একটি ফ্রেন্ডরিকয়েস্ট আছে । প্রথমে ফ্রেণ্ডরিকয়েস্ট এক্সেপ্ট করল ,
পরে রোহিত এবং রাহুলকে রিপ্লাই দিল ।এক এক করে সব নটিফিকেসন গুলো
খুলে খুলে দেখছে ।
রাত অনেক গড়িয়ে আসল রিক এই সব কিছু মাথা থেকে তাড়িয়ে শুতে গেল ।
মোবাইলটা অন করে ফেসবুকে লগইন করল,দেখল সেখানে বারোটি নটিফিকেসন ,
দুটি মেসেজ , একটি ফ্রেন্ডরিকয়েস্ট আছে । প্রথমে ফ্রেণ্ডরিকয়েস্ট এক্সেপ্ট করল ,
পরে রোহিত এবং রাহুলকে রিপ্লাই দিল ।এক এক করে সব নটিফিকেসন গুলো
খুলে খুলে দেখছে ।
এরই মাঝে মায়ের আওয়াজ কানে এলো ,”বাবু এবার ঘুমিয়ে
পর অনেক রাত হল “।শেষ নটিফিকেসন টা খুলে রিক একটু অবাক হল ,একটা
মেয়ে তার আপডেট প্রোফাইল পিকচারে লাভ ইমো কমেন্ট দিয়েছে । অবাক হওয়ারই
কথা চেনা বা অজানা ফ্রেণ্ডলিস্টে কেউই খুব একটা লাইক বা কমেণ্ট করে না ।
রিক তার লাভ ইমোর জবাবে থ্যঙ্কস লিখল ।একটু ভাললাগছে ,চোখ জরিয়ে আসছে ,
ফোনটা সাইডে সরিয়ে রাখল।
৩)
একটা মায়াবি আলো । চতুর্দিকে সাদাকালো মেঘ উড়ে বেড়াচ্ছে রিকের চারপাশে।সে
টের পেলো তার শরীরটা খুবই হালকা হয়ে আসছে ।যেন শুন্যে ভেসে আছে ,একটু দূরে
এক অদ্ভুত সুন্দরী নারী পরীর মতো উড়ে আসছে ,হালকা পালকের মতো তার বেশ।তার
গা থেকে হালকা গোলাপি আভা বের হচ্ছে।অল্প পরিধানে মায়াবী এবং অর্ধুনগ্ন পেলব উরু ,
মসৃন ত্বক মাখন সম , গভীর নাভীতে তার চোখ আটকায় ,রিক ছুঁতে চায় সেই নারীকে ।
পর অনেক রাত হল “।শেষ নটিফিকেসন টা খুলে রিক একটু অবাক হল ,একটা
মেয়ে তার আপডেট প্রোফাইল পিকচারে লাভ ইমো কমেন্ট দিয়েছে । অবাক হওয়ারই
কথা চেনা বা অজানা ফ্রেণ্ডলিস্টে কেউই খুব একটা লাইক বা কমেণ্ট করে না ।
রিক তার লাভ ইমোর জবাবে থ্যঙ্কস লিখল ।একটু ভাললাগছে ,চোখ জরিয়ে আসছে ,
ফোনটা সাইডে সরিয়ে রাখল।
৩)
একটা মায়াবি আলো । চতুর্দিকে সাদাকালো মেঘ উড়ে বেড়াচ্ছে রিকের চারপাশে।সে
টের পেলো তার শরীরটা খুবই হালকা হয়ে আসছে ।যেন শুন্যে ভেসে আছে ,একটু দূরে
এক অদ্ভুত সুন্দরী নারী পরীর মতো উড়ে আসছে ,হালকা পালকের মতো তার বেশ।তার
গা থেকে হালকা গোলাপি আভা বের হচ্ছে।অল্প পরিধানে মায়াবী এবং অর্ধুনগ্ন পেলব উরু ,
মসৃন ত্বক মাখন সম , গভীর নাভীতে তার চোখ আটকায় ,রিক ছুঁতে চায় সেই নারীকে ।
হাত বাড়িয়ে স্পর্শ করতেই কেঁপে উঠে তার শরীর ,প্রকাণ্ড এক মেঘ এসে অদৃশ্য করে নিয়ে
যায় সেই নারীকে ।রিকের শরীর ভারি হয়ে আসে , সে যেন আকাশ থেকে পড়ে যাচ্ছে মাটির
দিকে তীব্র গতিতে । ভয়ে তার ঘুম ভেঙ্গে গেল । গলা শুকিয়ে আসছে।লাইট জালিয়ে একটু জল
খেয়ে নিল। সেই নারীর মুখটা স্পষ্ট ভাসছে তার মাথায় এখন।তারপর ক্যানভাসের পর্দা সরাল ,
এবং ফুটে উঠল অনন্য এক মাধুর্য্য।
আর এখন সেই অনন্য মাধুর্য্য তার সামনে ,দেখেই হতবাক রিক বলল এ হতে পারেনা ।
রোহিত বলল আরে, কি হতে পারেনা।এতক্ষন সম্বিৎ ফিরে পেয়ে রিক বলল, "আরে, না,
মানে আমি বলছি একে কথায় দেখেছি।"
রোহিত বলল, "কিভাবে দেখবি ওকে ওতো আমার কাজিন ।
কালই এসেছে শিলিগুড়ি থেকে আমাদের কলেজে এডমিশন নিতে।"
তারপর তাদের পরিচয় হয়। বিস্ময়ে হতবাক রিক স্বপ্নে দেখা সুন্দরী তার সামনে এবং ভাবতে থকে এমনও সম্ভব !
এরপর তাদের বন্ধুত্ব হয় এবং বন্ধুত্ব আরো গভীর হবে নিশ্চয়।
তারপর তাদের পরিচয় হয়। বিস্ময়ে হতবাক রিক স্বপ্নে দেখা সুন্দরী তার সামনে এবং ভাবতে থকে এমনও সম্ভব !
এরপর তাদের বন্ধুত্ব হয় এবং বন্ধুত্ব আরো গভীর হবে নিশ্চয়।
****************************** ************
