জানলা
Bangla Romantic Golpo জানলা দিয়ে একটি মিস্টি প্রেমের গল্প। পড়ে অবশ্যই ভালো লাগবে।
জানালার পাশে চুল বাঁধতে বাঁধতে গুনগুন করছিল সুচনা । … তোমরা যে বল দিবস রজনীভালোবাসা ভালোবাসা ……বাকি গান টা কুনাল গেয়ে দিল …সেকি কেবলই যাতনাময়।সুচনা
একবার তার দিকে চেয়ে মুচকি হাসি দিয়ে সরে গেল জানালার কাছ থেকে ।সুচনাদের জানালা
আর কুনাল দের জানালা পাশাপাশি । (Bangla Romantic Golpo)
এই জানালা থেকে ঐ জানালায় কথা বলা যায়
অনায়াসেই ,প্রায় সময় কুনালের মা এবং সুচনার মা গল্প গুজব করে । কুনালও খুব আগ্রহে
জানালার কাছে প্রায় আসে সুচনাকে এক ঝলক চোখের দেখা দেখার জন্যে । সুচনা তার থেকে
বয়সে একটু ছোট । কুনাল ছোট বেলা থেকেই দেখে আসছে ।কিন্তু কয়েক বছর হল তার মধ্যে
এক অন্য জৌলুশ এসেছে কুনাল কে খুব আকর্ষন করে ।তার হাসির মিষ্টতা পাগল করে দেয় ।
অনায়াসেই ,প্রায় সময় কুনালের মা এবং সুচনার মা গল্প গুজব করে । কুনালও খুব আগ্রহে
জানালার কাছে প্রায় আসে সুচনাকে এক ঝলক চোখের দেখা দেখার জন্যে । সুচনা তার থেকে
বয়সে একটু ছোট । কুনাল ছোট বেলা থেকেই দেখে আসছে ।কিন্তু কয়েক বছর হল তার মধ্যে
এক অন্য জৌলুশ এসেছে কুনাল কে খুব আকর্ষন করে ।তার হাসির মিষ্টতা পাগল করে দেয় ।
Bangla Romantic Golpo
যৌবনের এই বন্য আকর্ষন কুনালের পক্ষে বুঝতে মোটেই অসুবিধা হয়নি। তার রুপের মাদকতায়ভেসে যায় কুনাল। মনে মনে স্থির করে কুনাল সুচনাকে তার ভালবাসার কথা বলবে ।কিন্তু কম
কথা বলা স্বভাবের কুনালের পক্ষে বলা সম্ভব হয়ে উঠেনি আজ পর্যন্ত। তার মনের ভিতর নানান
প্রশ্ন ,কিভাবে বলবে !যদি না বলে দেয় ! সে অপমান মোটেই মেনে নিতে পারবেনা ।
সেতোএখনো বেকার , কথাটা যদি বিয়ে পর্যন্ত গড়ায় ! এমন নানা প্রশ্ন ভাবতে ভাবতে আর বলে উঠা হয়নি।
তাছাড়াও কুনাল এখনো বেকার যদি সে এমন কিছু করে তাহলে ব্যাপার টা বিয়ে পর্যন্ত গড়াবে ।
সুচনার বাবা-মা তাকে অপছন্দের কোন কারন নেই । দুই বাড়ীর সম্পর্কও বেশ ঘনিষ্ট।এই ভাবে
বহুদিন কেটে যায় ।
তাছাড়াও কুনাল এখনো বেকার যদি সে এমন কিছু করে তাহলে ব্যাপার টা বিয়ে পর্যন্ত গড়াবে ।
সুচনার বাবা-মা তাকে অপছন্দের কোন কারন নেই । দুই বাড়ীর সম্পর্কও বেশ ঘনিষ্ট।এই ভাবে
বহুদিন কেটে যায় ।
তারপর একদিন তার চাকরীর জয়েন্ট লেটার আসে । কুনাল খুব খুশি এই দিনটার অপেক্ষায় সে
ছিল এতোদিন। এবার বেকার নামটা তার ঘুচলো। এইবার অনায়াসেই বলে দিয়া যাবে কিন্তু হাতে
বেশি সময় না থাকায় সুচনার সাথে দেখা করা সম্ভব হয়নি । কারন সেই সময় সুচনার বাবা মার
সাথে উত্তর বঙ্গ ঘুরতে গিয়েছিল। কুনালকেও চাকরীর জন্যে ভিন্য রাজ্যে চলে যেতে হয়েছিল ।
Bangla Romantic Golpo
আজ তিন মাস পর সকালেই বাড়ি ফিরেছে সে ।সুচনার সাথে অনেক দিনপর এই বিকেলে জানালায়
দেখা হল।আহা মনঃটা ভরে গেল তার ।অবশ্য তার মায়ের সাথে কথা হয়েছে সকালেই ।
নতুন চাকরী সম্পর্কে বিভিন্ন ভালো মন্দ কথা জিজ্ঞেস করেছিল ।বেশ খুশি খুশি মনে হচ্ছিল
সুচনার মাকে।কুণালের মনের ভিতর শুধু সুচনার মুখটাই ঘুরপাক খাচ্ছে। তার হাসি তার চলাফেরা ,
প্রজাপতির মতো ও ওড়নাকে ডানার মতো উড়িয়ে খিল খিল করে উড়ে যাচ্ছে । আর মুগ্ধ হয়ে যাচ্ছে কুণাল।
২)
মার ডাকে ঘুম ভেঙ্গে গেল কুনালের ।একটু বেলা পর্যন্ত ঘুমানো অভ্যাস তার ।আরে শোন
সুচনার মা তোকে একবার দেখা করতে বলেছে ।চোখ ঘসতে ঘসতে কুনাল বললো আচ্ছা ।
কেন ডাকছে রে বাবা !নিশ্চয় বাজার টাজার করে দিতে হবে হয়তো !দেখা যাক ।চোখ
মুখ ধুয়ে চা-বিস্কুট খেয়ে বেরিয়ে পড়ল কুনাল ।এই সুযোগে দেখা হতে পারে সুচনার সাথে।
পা বাড়ালো সুচনাদের বাড়ীর দিকে ।কলিং বেল বেজে উঠতেই সুচনার মা দরজা খুলতে
খুলতেই বললো আরে ,এসেছো ববা এসো বসো,চা করে নিয়ে আসছি ।কুনাল সোফায় বসতে
গিয়েও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলে উঠলো আরে না না কাকিমা এই মাত্র ঘরে খেয়ে এসেছি।
আপনি বরং বলুন কেন ডেকেছেন ?
এমন সময় ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলো সুচনা -খুব ব্যাস্ত বুঝি বলেই খিলখিল করে
হেসে উঠলো ।একেবারেই অপ্রস্তুত ছিল কুনাল।কি বলবে ভেবে পাচ্ছে না তোতলাতে তোতলাতে ,
-আরে ,না না এমনিই……..মানে …কেমন যেন লজ্জিত হয়ে পড়লো সে ।
এবার সুচনার মা একটু ধমকের সুরে বললো, "চুপ কর আজকাল তোর ফাজলামি টা বেশি
হয়ে যাচ্ছে ।"
Bangla Romantic Golpo
সুচনা ভ্রু কুঁচকে বললো যা বাবা কি এমন বললাম ।বলেই নিজের ঘরের দিকে চলে যেতেইকুনাল মনে মনে বললো ধ্যাত , চলে গেলো।যাক, দেখাতো হয়েছে ।
ওর কথা বাদ দাও কুনাল ,এ মেয়ে কে নিয়ে আর পারি না , সারা দিন জালাতন করে মারে ।
একবার বিয়েটা হয়ে গেলে শান্তি ।তোমার বাবা,মা কে ডেকে পাঠিয়েছি আজই পাকা কথা হয়ে
যাবে ।কথা কটা শুনেই তো কুনাল চমকে উঠলো ।
আরে কয় কি ? বিয়ে ? কুনাল ভাবছে
কি ব্যাপার ? তাকে না জানিয়ে বাবা মা এতো বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো এটা কি করে
সম্ভব ,কুনালের মনে পড়ছে কাল সুচনার মা তার মায়ের সাথে কথা বলছিল অনেক কথার মাঝে
একটি কথায় বার বার উঠছিল “ছেলে বিয়ের যোগ্য ভালো চাকরীও পেয়েছে এবার বিয়েটা হয়ে
গেলেই ভালো”।কুনাল সেসব কথা এতটাও গুরুত্ব দিয়ে ভাবেনি । যাক তাহলে ভালোই হয়েছে মেঘ
না চায়তেই বৃষ্টি ।হতে পারে এসব তাদের পূর্বনির্ধারিত।কুনাল কিছুই জানতো না। কাল বিকেলের
জানলায় সূচনার সেই মোহময়ী মুচকি হাসি এসব কিসের ইংগিত !
কি ব্যাপার ? তাকে না জানিয়ে বাবা মা এতো বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো এটা কি করে
সম্ভব ,কুনালের মনে পড়ছে কাল সুচনার মা তার মায়ের সাথে কথা বলছিল অনেক কথার মাঝে
একটি কথায় বার বার উঠছিল “ছেলে বিয়ের যোগ্য ভালো চাকরীও পেয়েছে এবার বিয়েটা হয়ে
গেলেই ভালো”।কুনাল সেসব কথা এতটাও গুরুত্ব দিয়ে ভাবেনি । যাক তাহলে ভালোই হয়েছে মেঘ
না চায়তেই বৃষ্টি ।হতে পারে এসব তাদের পূর্বনির্ধারিত।কুনাল কিছুই জানতো না। কাল বিকেলের
জানলায় সূচনার সেই মোহময়ী মুচকি হাসি এসব কিসের ইংগিত !
সুচনাও নিশ্চয় রাজি। রাজি
হবেনাই বা কেন? পাত্র হিসেবে সে সর্বগুনসম্পন্ন।স্কুল থেকে কলেজ লাইফে কতই না প্রেমের প্রস্তাব
এসেছে সব না করে দিয়েছে ।অবশ্য প্রেম করতে যে ইচ্ছে হয়নি তা কিন্তু নয় আসলে মনের মতো
কেউ ছিলনা। সুচনা সবার থেকে আলাদা ।এই সব ভাবতে ভাবতে খুশিতে অস্থির হয়ে যাচ্ছে কুনাল।
এমন সময় সুচনার বাবা এসে বললো শুধু বকবক করবে নাকি ওকে কিসের জন্যে ডেকেছো সেটা বলবে?
হবেনাই বা কেন? পাত্র হিসেবে সে সর্বগুনসম্পন্ন।স্কুল থেকে কলেজ লাইফে কতই না প্রেমের প্রস্তাব
এসেছে সব না করে দিয়েছে ।অবশ্য প্রেম করতে যে ইচ্ছে হয়নি তা কিন্তু নয় আসলে মনের মতো
কেউ ছিলনা। সুচনা সবার থেকে আলাদা ।এই সব ভাবতে ভাবতে খুশিতে অস্থির হয়ে যাচ্ছে কুনাল।
এমন সময় সুচনার বাবা এসে বললো শুধু বকবক করবে নাকি ওকে কিসের জন্যে ডেকেছো সেটা বলবে?
Bangla Romantic Golpo
সুচনার মা আরে হ্যাঁ তুমি একটা কাজ করে দাও বাবা ।আসলে অনেক লোক জন আসবে তো একটুবাজার টা করে দিলে ভালো হতো ।বিকেলে পাত্র পক্ষ আসবে ।
কুনালতো যেন আকাশ থেকে পড়লো , বুকের ভিতর টা ধড়াস করে উঠলো। স্বপ্ন দেখার আগেই
স্বপ্ন ভেঙ্গে গেলো ।সূচনার মা তাহলে তাদের বিয়ের কথা বলছে না । অন্য কারও সাথে বিয়ে ঠিক করে
ফেলেছে । মনটা ভেঙ্গে গেল কুণালের।
আচ্ছা ঠিক আছে কাকিমা একটু পরে আসছি বলেই একছুটে কুনাল সুচনাদের বাড়ী থেকে পালিয়ে এলো।সুচনার
বাবা মা একে অপরের দিকে অবাক হয়ে চেয়ে রইলো।
ঘরে এসে চুপ করে বসে আছে কুনাল একবার জানালার দিকে তাকালো এখনো যেন দাঁড়িয়ে মুচকি
হাসছে সূচনা । তার পর এক মুহুর্তে মিলিয়ে গেলো আর জানালার পাশ থেকে অসংখ্য প্রজাপতি উড়ে যাচ্ছে।
******************************
এই গল্প গুলিও ভালো লাগবে পড়ে দেখুন।
