ব্যাকগ্রাউন্ড
রঞ্জন চক্রবর্ত্তী
সীমাবদ্ধ পরিসরে ইতস্তত ঘোরা-ফেরা করি
যেদিকে তাকাই শুধু অচেনা মুখের ভিড়,
ভাবতে ভাবতে ক্রমশ বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে যাই
কখনও কখনও এলোমেলো দৃষ্টির ভেতরে দেখি
সারিবদ্ধ মানুষের মিছিল
তাদের কারুরই কোনও নির্দিষ্ট গন্তব্য নেই,
সেদিকে তাকিয়ে থাকতে থাকতে
খুব ইচ্ছে হয় আমিও পথে নামি,
পায়ে পায়ে এগিয়ে চলি অনির্দেশের দিকে
সেই উদ্দেশ্যে ঘরের বাইরে বেরোলাম
হাঁটতে থাকলাম পথের নেশায়, অথবা সাময়িক বিভ্রমে
এখন আর কিছুতেই নির্লিপ্ত থাকতে পারছি না
