soumen debnath শীতের ফিরিস্তি সৌমেন দেবনাথ

soumen_debnath_শীতের_ফিরিস্তি_সৌমেন_দেবনাথ


শীতের ফিরিস্তি

সৌমেন দেবনাথ 


শীতে কাঁপে গাঁ গ্রাম শহর
কাঁপে সাজু হাবু,
শীতে কাঁপে না ফুলবাবু
হয় না শীতে কাবু।

শীত হার মেনে দূরে পালায়
থাকলে টাকার জাদু,
যুবক যুবা চলছে মজায়
মরছে বৃদ্ধ দাদু।

নতুন নতুন শীতের কাপড় 
পরে কেউবা হাটছে,
কেউবা ছেঁড়া জামা পরে
মাঠে ঘাটে খাটছে।

কেউ ভোরে ঘুম থেকে উঠে
দিচ্ছে ক্ষেতে শ্রমটা,
আমরা লেপের তলে থাকি 
বেজে গেলেও দশটা।

কেউবা বাজার যাচ্ছে ভোরে
কাঁধে রসের হাঁড়ি,
কেউবা শখে খাচ্ছে এক গ্লাস
কাঁপছে থুতনি মাড়ি।

নতুন চালের গুঁড়োয় মা যে
বানায় হরেক পিঠা,
শীতের ভয়ে মা থামে না
খেতে জবর মিঠা।

কেউবা শখে ঘুরতে বের হয়
শীতে ভ্রমণ জমে,
কেউবা অনাহারে থাকে
জান যায় দমে দমে।

শীতের সাথে কেউ পারে না
ধনী গরীব ফাঁসে,
ধরায় আবার স্বস্তি ফেরে
সূর্য যখন হাসে।

আরও পড়ুন 





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন