ভুলি নাই
শাবলু শাহাবউদ্দিন
আমি সরিষার ফুলে দেখি আজও সেই রক্ত
মৌমাছির গানে ঘুমাইয়া আছেন সহস্র বাঙালি ভক্ত
রক্ত আছে আজও সেই শিক্ষার দাগে
থেকে থেকে হেঁকে উঠে বাঙালি ঝাঁকে
শহীদ হয়েছে পিতৃত্ব বুদ্ধিজীবি গণ
মরেনি বাঙালির জাগ্রত জাগরণ ।
যতদিন রবে এই বাংলা
জাগ্রত জাগরণে চলবে এই হামলা
পারবে না কেউ থাকতে ভুলে
আমরা শায়িত তোমাদের কলে
শহীদ নয় ক তোমরা হয়েছ অমর
বাংলা সৌন্দর্য তোমাদের কোমর ।
ভুলবো না, ভুলি নাই ওরে বীর সন্তান
তোমরাই দেখাইয়াছ বাংলা অশেষ মান ।
Tags
কবিতা
