মানলে পাবে
রতন বসাক
সবাই বলে টাকায় নাকি
সুখের দেখা মেলে,
টাকা কামাই করার জন্য
গেছি বাড়ি ফেলে।
দেশ বিদেশে চাকরি করে
টাকার বোঝা গড়ি,
সুখটা কেনার জন্য আমি
ফেরার পথটা ধরি।
বাড়ি ফিরে বুঝতে পারি
বয়স গেছে বেড়ে,
আমার মনের স্বপ্নগুলো
গেছে সবই ছেড়ে।
সারাজীবন ছুটে গেলাম
সুখে থাকার পিছে,
সময় থাকতে সুখ করিনি
জীবন গেল মিছে।
আসলে ভাই সুখটা হল
মেনে নিলে পাবে,
নইলে পরে তার পেছনে
ছুটেই চলে যাবে।
Tags
কবিতা
