আঁধার সীমা
বিধান সাহা
শুধু আলো ভেবে
এত দূরে আসা
এসে দেখি আলো নেই
সেই আঁধারই রয়ে গেছে
সমস্ত পথ জুড়ে
পরিবেশের গতি
কেমন যেন স্তব্ধ
এই অন্ধকারকে ঘিরে
স্বপ্নের রেখা চিত্র নেই
নেই কোন সম্ভাবনা
কেবলি ঝিম ধরা
প্রবল আচ্ছন্নতা
বুক চেপে ধরে প্রতিমুহূর্তে
নিঃশ্বাস বন্ধ হয়ে আসে
হাঁস ফাঁস করে প্রাণ
এই আঁধার সীমায় এসে ....
--+++++++++++----
Tags
কবিতা
