kobita ঘূর্ণি kolome পুনম বোস

 

kobita_ঘূর্ণি_kolome _পুনম_বোস

ঘূর্ণি 

পুনম বোস 


স্বাভাবিক ছন্দ বদল হয় খেয়ালি ফানুসে
হঠাৎ ছুটে আসা কুয়াশা যেমন নিয়ে আসে দুর্ভাবনার হোঁচট 
অশুভ তীব্রভেদী পাকচক্র রেখে যায় নিস্তব্ধ প্রবাহের হিম জোছনা 
দিনান্তের রাজপথে পড়ে আছে এখনো চূর্ণ কংক্রিট... 
ঘটমান অদৃশ্য বিষাদ, সর্বগ্রাসী রাহুর রক্তিম বিপর্যয় ---------
ঐ আহত শরীর তবু দিক নির্ণয় করে বিপন্ন লড়াই-এ
হিম সময় হয়ত মুছে দিয়ে যাবে ঘটমান যা কিছু..... 
পোড়া দাবানল, কালসিটে ক্ষত
অস্পৃশ্য বাকরুদ্ধ ঘূর্ণির মারণ!

স্বাভাবিক যা কিছু বদলে যায়  খেয়ালি ফানুসে
ঐ অস্পৃশ্য কালযোনি খুবলে নেয় কংক্রিট পথ
রাতের শিশিরে তারই সাতকাহন শিস দিয়ে যায় অদৃশ্য হাওয়ার মোরামে।।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন