বাংলা কবিতা অসহায়তা বিধান সাহা

বাংলা_কবিতা_অসহায়তা_বিধান_সাহা

 

অসহায়তা 

 বিধান সাহা

জানতে চাইলেও
তেমন কোন
তথ্য সরবরাহ করতে
পারিনি আমি

জানার পরিধি
ছিল না আমার
তোমার ভরসাস্থল
হয়তো ছিল
মনের গভীরে

সেই প্রত্যয়
ভেঙে দিলাম
অকারণ মানসিকতায়

উঁচু মাথা নিচু হলো
তোমার জানি

অসহায় আমি
এর বেশি কিছু করবার
ক্ষমতা ছিল না আমার ..

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন