অসহায়তা
বিধান সাহা
জানতে চাইলেও
তেমন কোন
তথ্য সরবরাহ করতে
পারিনি আমি
জানার পরিধি
ছিল না আমার
তোমার ভরসাস্থল
হয়তো ছিল
মনের গভীরে
সেই প্রত্যয়
ভেঙে দিলাম
অকারণ মানসিকতায়
উঁচু মাথা নিচু হলো
তোমার জানি
অসহায় আমি
এর বেশি কিছু করবার
ক্ষমতা ছিল না আমার ..
Tags
কবিতা
