বন্ধুকে
অনিন্দ্য পাল
যে ভাবে হারিয়েছিল তোমার উত্তরকাল
আজ সেই আলুথালু পথে
যেতে হবে ঐন্দ্রজালিক পদক্ষেপে,
না কোনো প্রশ্ন নয়, কৌতুহলের ওষ্ঠে রাখ
ধৈর্যের বাটখারা
তোমার শত্রু নয় কেউ, তুমিও নও বন্ধু সবার
ভঙ্গুর পলিথিনে মুড়ে পুরসভার ডাস্টবিনে ফেল
ষড়যন্ত্র আর মিথ্যার মাসকারা
এ অভিশাপ এনেছ কিষ্কিন্ধ্যা থেকে
বৈরিতা বিদূষক হয়ে শুয়ে আছে তোমার হারেমে
মনসার সুড়ঙ্গ ভুলে তুমি তুলে নিয়েছ ধনুক
দেবতার লড়াইয়ে বলি হতে হয়, রাবন আর রামে
সুগ্রীবের ছলনায় বধেছ সহোদর
এখন বদলেছে সব, আগের মত নেই কালের নগর
তবু তোমাকে বলছি আমি বন্ধু হই তোমার
তুমিও শত্রু নও, কেউ বন্ধু নয় তোমার!
Tags
কবিতা
