সময়
ঐশ্বর্য্য কৃষ্ণ
সময় এদিকে বয়ে যাচ্ছে।
গতি নদীর মত।
যন্ত্রনা খাচ্ছে সব
এদিকে কুমিরের মত।
যা কিছু সংবাদ
কালো কালো রাত।
সময়ের শপথ
প্রতিবাদ দিনরাত।
প্রতিবাদ এনেছে মানুষ।
জ্বালছে সে আলো।
দিকে দিকে ধরা হাত।
খুঁজছে সে ভালো।
হাঁটছে প্রকৃত স্বর।
নিয়মিত বোধ।
যেভাবে ভাষা আনে।
ধারালো সরোদ।