জীবন প্রবাহ
অমিত কুমার জানা
এভাবেও থাকা যায়?
নির্লিপ্ততার মোড়কে বন্দী হয়ে
সংগোপনে ক্ষয়ে ক্ষয়ে!
অশ্রু সিক্ত আঁখি যুগল
ভুলেছে স্বপ্নের কলরোল,
তবুও রয়েছি সয়ে সয়ে।
রাতের স্নিগ্ধ আকাশে
তারারা মিটিমিটি হাসে।
তবুও অবদমিত যাতনারা
গহীন আঁধারের মতো করে
অসহ অট্টহাসি হাসে।
অনিচ্ছায় বিবর্ণতা মেখে
নৈরাশ্যকে বুকে ঢেকে,
রয়ে গেছি কত পিছিয়ে।
এভাবেও চলমান জীবনপ্রবাহ,
নীরবে যুদ্ধ চলে অহরহ।
-------
Tags
কবিতা
