দাঁড়ি
তীর্থঙ্কর সুমিতকয়েকটা দাঁড়ি
সময়ের আপেক্ষিক আদ্রতায়
ভিজেছে মুহূর্তগুলো
কথার সাথে সাথে
মিশে গেছে কথার যন্ত্রণা
পরে আছে বিশ্লেষণের চিহ্নগুলো
কান্না ভেজা দিনে
অজস্র কথা
একে একে পা বাড়ায়
###
এই বোধ হয় নীল তিমিটা সাঁতরে যাবে আর একটা সাগরে।
Tags
কবিতা
