শীতের শরীরে
------- শক্তিপ্রসাদ ঘোষ
ভেতরে ভেঙে যায় শীতের শরীর লেপমুড়ি দিয়ে বসে নেমে আসা কুয়াশার সাথে হাত মেলাই কাজে যাবার ঘন্টায় ছুটে চলে জীবনের চক্র শীত ঘুরে ঘুরে আসে তারাদের সাথে আমিও ঘুরে ঘুরে আসতে চাই শীতের শরীরে....... ------- +-------
Tags
কবিতা
